আমার স্বস্তির দোর খুলতে পারিনা
খুললে হিংস্রের গোষ্ঠী ডুকেই নিঃশব্দে
আমাকে খামচ কাটে আহত করেই
শুয়ে শুয়ে ঘুম দেয় বিছানার মধ্যে।
আমার দুর্ভোগ এর সীমানা ছাড়িয়ে
নাজেহাল অবস্থার সৃষ্টি পরিবেশ,
এখানে ছুড়ে বিষাক্ত রাসায়নিক ধোঁয়া
নিঃশ্বাস ফেলেতে কষ্ট খুব অবশেষ।
স্বস্তির দুয়ারে দিলো ময়লার স্তূপ
দুর্গন্ধে ঘরে বাইরে যেতেই পারিনা,
মাঝেমধ্যে নাক চেপে একটু বেড়ুলে
গন্ধ ভমি চলে আহে সইতে পারিনা।
আমার স্বস্তির ঘরে হিংস্রের গোষ্ঠীকে
তারানোর মত যন্ত্র তৈরিটা বিফলে,
খোদার দুয়ারে সেই আকুতিতে পারি
বিচার বিভাগ আছে তুমি অন্তর্জালে।