ঈশ্বর আমাকে এক জঘন্য বিকৃত হাতে সৃষ্টি করেছিল
মনোমোহন মেয়েকে অসম্ভব কামনায় ভালোবেসে গেছি,
অসম্ভব ঘৃণ্য তুচ্ছ ঈর্ষান্বিত হয়ে আমি ঘরে ফিরে আসি,
এত জঘন্য দেখতে এমন সৃষ্টি আমায় করছে বিচ্ছেদ ।
ঈশ্বর আমাকে তার সৃষ্টির সৌন্দর্য থেকে কার্পণ্য করেছে
আমাকে করছে এক কুকুরের মত তুচ্ছ প্রাণীর সমান
আমার বিশ্রী আকারে ধুর হয়ে যায় নারীর নয়ন
ঈশ্বর কেন করেনি আমাকে সেই সুন্দর তার মনমতো।