কেমনে ভালো থাকি ওরা ভালো নেই
রক্তে ইউক্রেনে!
যুদ্ধ যুদ্ধ খেলো হচ্ছে আর ধ্বংসযজ্ঞ
লড়ে মৃত্যুর পাঞ্জায় বেঁচে থাকার ভরসা
একটু দাওনা কেনে?
বিশ্ব বাসীর আমার মনে পরিজন
তাদের উঠছে কেঁদে ব্যথিত এ মনে,
জাতিসংঘ মহাসচিব জাতি ধুঁকে কেনো?
দেখেন চোখের কোনে? কতটুকু জলে
মনের এখন মেঘ
কতটুকু ব্যথা হলে প্রাণ টানাটানি
মাপতে পারেন ব্যথার ওজন,
একটু ভরসা কিনে দাওনা তাদের!
একটু স্বস্তি তোমরা দাওনা তাদের কেনে