আমাকে খুঁজো না/ তোমার ভেতরে/ ওই খানে আর
যেখান থেকেই/ তুমি বের করে/ দিয়েছিলে সেই,
তোমার মনের/ স্থানে দেও নাই / অগোছালো আমি
হারিয়েছি স্থান /বহুদূর যেতে / মিশে বাংলায়..
আমাকেই কেউ/ খুঁজেতে এসো না/ আমাকেই টানে
পথের নেশায়/ পথ ধরে চলি/ সবুজ ঘাসের/ পাড়ে
চেনা অচেনার/ কলমি লতার/ খই ফোটা হাসি/
শাপলার বিলে/ ইশারায় ডাকে / পুকুরের ধারে।
আমি ডুবে আছি/ বনের ছায়ায়/ পথের মায়ায়
নদীর অথই/ জল ঢেউ গুলো/ মুছে নিঃসঙ্গ,
তোমার মনের/ সিন্দুক থেকে/ ছুড়ে ফেলে দিলে
এই প্রকৃতির/ অপরূপ খেলা/ আত্নীয় করে।
আমার ভেতর/ ঢুকিয়ে রাখিনি/নারীর গল্প
রূপসী নারীতে/দেখেই আমার / শিহরিত করে,
মনের গৃহে / আত্নীয় মনে/ টানে না আমায়
এই বাংলার/ অপরূপ ঢাল/ আত্নীয় করে।
বর্ষার দিনে/ বৃষ্টি আমায় /আত্নীয় করে
কাছে এসে রয় / মেঘের আড়ালে/
এক মুঠো রোদ/ আমাকে জানায় /
আমি আছি এই/ এক আত্নীয় হয়ে।
হেমন্ত কালে/ শিশির ভেজার / পতার ডগায়
শিশির আমাকে/ আত্নীয় করে/ ভোরে ঝরে যায়
হারিয়ে গেলেও/ বছর ঘুরেই/ দেখা হয়ে যায়
এই প্রকৃতির/ সব উপাদান/ করে আত্নীয়....