নিজেকে আগলে/ রাখতে রাখতে/ বিশ্বাস ঘুণে/ খেলো
জীবনের কাছে/ কেউকে হয়তো/ বিশ্বাস করে/ নেব,
সময়ের কাছে/ কোনো একদিন/ একটি মানুষ/হবে
অপেক্ষা শেষে/ এসেছিল কেউ/ বিশ্বাস যাই /মেপে।

মাপতে মাপতে/ বিশ্বাসী ফিতা/ এত ছোট হয়ে/ গেছে
মনের জমিন/ মাপতে গেলাম/ হারিয়ে ফেলেছি/ মাপ,
মানুষ ঠকিয়ে/ মানুষ দেখেছি/ খুব বেটা রয়ে /যায়
আমিতো কেউকে/ ঠকাতে চাইনি/ জীবনের প্রতি/ ছাপ।

মানুষের প্রতি/ বিশ্বাস হীন/ পৃথিবীর বুকে/ কেউ
বিশ্বাস করে/ ঠকতে ঠকতে/ কঠিন হয়েছে/ দেখি,
আমরা সকলে / কোমল মনের/ এই পথ যাই/ ভুলে
হৃদয়ের ভাষা/ হরতাল করে/ সবকিছু হয় /মেকি।

ঈশ্বর আমি/ বদলাতে চাই/ ঠকাতে ও চাই/ লোক
সরলতা কেন/ আঘাত করবে/ ভন্ডে-র কেনো/ঝোঁক
ঈশ্বর তুমি/ ফিরিয়ে দাওনা/ পুরানো অস্ত্র/ হাতে
যুদ্ধেই যাব/ যুদ্ধেই যাব/ সইতে পারিনা/ শোক।