আমিও কেউকে চেয়েছি বিনীত কোন অনুরোধে
ধুর ধুর করে তাড়িয়ে দিয়েছে এই কাছ থেকে।
হারানোর ভয়ে থরথর করে কাঁপতে ছিলাম
অসহায় কোন কুকুরের মত।
ভূমিকম্পের মাত্রা হারিয়ে যেমন কেঁপেছে
পৃথিবীর মাটি সেই বহুবার।
পৃথিবীর কেউ চায়না নিজের হেলে পরে যাক বসতের ভিটা।
তেমনি তোমার কথায় কাঁপতে থেকেছি যেন ভয়ে ভয়ে।
যতনের গড়া চাহনি আমার হৃদয় দৈর্ঘ্য
কাঁপতে লাগল আড়মোড়া দিয়ে।
ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নেই আমার হয়েছে ভাঙচুর এই
হৃদয় জমিন বসত বাড়ির আনাচে কানাচে যত অলিগলি
যা কিছুই ছিল - হারিয়ে ফেলেছি
মনের বাড়ির দৈর্ঘ্য হারিয়ে তো গেছে তাহলে সেই অবশেষে...
(শাকি.... পার্শ্বিক ধ্বনি যুক্ত আকার মানুষের জন্য লেখা)