তোমার কাছে ঠুনকো হলাম আমি,
আমি না হয় অযোগ্য এক ছেলে,
তোমার পাশে সুদর্শনের দেখি না তো কেউ
আমি না হয় হোঁচট খেলাম তুমি কেনে খেলে।
তোমার ও তো ভালো থাকার কথা
মুখটি কেনে শুকনো শুকনো লাগে
শুকনো তবে আমার থাকার কথা,
আমি না হয় পিছলে গেছি তবে
তুমি কেনে হেঁটেছ সেই দাগে।
তোমার কাছে মিথ্যা হলাম আমি
আমি না হয় মনের বাইরে থাকি,
তোমার মনের ভেতর যে বা ছিলো
কেনে তোমায় দিয়ে গেছে ফাঁকি।
তোমার কাছে প্রিয় হলাম নহে
তাতে একটু কষ্ট নাহি পেলাম,
তোমার যখন প্রিয় মানুষ তবে
ছেড়ে যেতে দেখে অবাক হলাম