---

**আমার শিক্ষা**  
- মোঃ মুসা  

বই আমাকে শিক্ষা দিলো  
সঠিক পথে থাকতে,  
নিজের মাঝে সততার পণ  
ন্যায়ের পথে রাখতে।  

তোমার শিক্ষা হতে পারে  
কোনো একটি দলের,  
রেষারেষি, দ্বন্দ্ব, সংঘাত—  
আছে মনোবলের।  

আমার নেতা পাঠের শিক্ষক,  
আমার দলিল বই,  
ছাত্র-শিক্ষক যে শিক্ষাতে  
বন্ধন হয়ে রই।  

আমার আছে মানবতা,  
আমার আছে সেবা,  
বইয়ের জ্ঞানে জীবন চলে—  
মানতে পারো কেবা?