আমার মায়ের ভাষা
- মোঃ মুসা

মায়ের ভাষা সুরের বাঁশি'' মনের মধুর গান,
অন্য ভাষায় তোলা কঠিন সুর মূর্ছনায় টান।
জলের মতো বয়ে চলে কথাবার্তার গাড়ি,
থামে না আর এই গাড়িটি হলে ছাড়াছাড়ি।

গাঙের ঢেউয়ে কলকল ভাষা বৃষ্টির টুপুর টাপুর,
এই প্রকৃতির মাতৃভাষা মেলায় সকাল দুপুর।
মায়ের কোলে হাসির ভাষা, কন্যার নূপুর ধ্বনি,
সেই ভাষাতেই লিখব আমি কাঁচা স্বপ্নের খনি।

প্রাণ দিয়েছে মাতৃভাষায়, রক্তে রাঙা দিন,
ফাগুন এলেই স্মরণ করি শহীদের সেই ঋণ।
বাংলা আমার মায়ের কোলের ভালোবাসার সুর,
এই ভাষাতেই গাইব আমি লিখব বহুদূর।