আমার বাড়ি যাইও পাখি
বসতে দেব ডালে,
পাকা বরই খেতে দেব
এ বসন্ত কালে।
আমার বাগান যাইও পাখি
সকালবেলার ধোঁয়া,
কুয়াশা রঙ পাতার ফাঁকে
নিও শিশির ছোঁয়া।
পুব আকাশে জাগবে সকাল
রোদ উঠছে তাই ধীরে,
তোমার মনে প্রেম ছড়াবে
সবুজ শ্যামার ভিড়ে।
ফুলের ঘরে আসন দিয়ে
বসতে দেব ফুলে,
চাইলে পাখি ঘুমিয়ে থেকো
সবকিছুকে ভুলে ।
যাইও পাখি আমার বাড়ি
বৃক্ষ লতার কাছে,
হাজার পাখির মাঝে পাখি
দেখবে ভালো আছে।