যে ভাষাতে মা কথা কয় সে ভাষাটি সেরা,
গল্প গাঁথা কাব্য বোনা সুখে দুঃখে ঘেরা।
যে ভাষাতে চলছি ফিরছি ব্যক্ত মুখে বলি,
সেই ভাষাটি হতে নিজে খেলল রক্তের হোলি।

পাখির ভাষায় পাখি যখন কিচিরমিচির মুখে,
পশুর ভাষায় পশু বুঝল দারুণ সুখে সুখে।
এই প্রকৃতির নিরব ভাষা বুঝতে কেহ পারে?
বনের মাঝে বন্য ভাষা ডাক দিয়ে যায় তারে।

গাছের ভাষা, মাছের ভাষা, পাহাড় ,নদীর ভাষা,
সবার থেকে সেরা রে ভাই আমার বাংলা ভাষা।
স্নেহ মাখি আঁচল গাঁথি গড়ে ভালোবাসা,
সে ভাষাটি মায়েরই ধন আমার বাংলা ভাষা।