মাতৃভাষার শত যে রূপ
ভালো লাগে মুখে টেনে,
পাখির ডাকা সকাল থেকে
লালন করি যত জেনে।

এই বাংলার সব কিছু ভাই
মাতৃভাষায় চেনা,
এই ভাষা মোর বায়ান্ন তে
রক্ত দিয়ে কেনা।

হাজার রঙে উপভাষার
উঠে বাংলা ভাষা,
জেলে, চাষা, গরিব দুঃখীর
যেন ভালোবাসা।

এই ভাষাতে বলতে সোজা
গাইতে বড় লাগে,
পড়তে লিখতে অন্য ভাষা
পাথর চাপায় ভাগে।