যতবার পারো আমাকে ঠকাও
আমি ঠকাবো না কাহারে,
ঠকতে ঠকতে জিতে যাই যদি
দায়ী করি নাকো আমারে।

মন ভাঙা আর রণবীর ভাঙ্গা
এই অভিযোগ অনেক খারাপ,
যদি নিঃশ্বাসে ধরে আফসোস
কেউ যদি ছুঁড়ে সেই অভিশাপ।

আমারই দোষে যদি চলে যায়
চাইনা নিতেই তবে এই দায়,
হাজার শর্তে আমি শুধু রাজি
একবার যদি আমাকেই চায়।


আমাকেই যদি নাহি ধরে মনে,
আপোষে করিব তার সযতনে,
ছেড়ে যাব দূরে তার পথ ছেড়ে
চাইনা কখনো আত্নীয় ক্ষণে।