হয়তো তোমার অভিধানে আছে সবকিছু আছে
একটি শব্দ গাঁথুনিতে নেই সেই শব্দটা কেবলই আমি
জানি শব্দের পর শব্দকে বসিয়ে বসিয়ে
তুমি হয়ে যাও স্তব্ধ.....
সেটা ছিলো লেখা তোমার কবিতা
তোমার প্রিয়ার প্রেমের খাতায় তারই জন্য
মনের খাঁচায় কাব্যগ্রন্থ......
আমি ছিটকেছি পায়ের তলায় তোমার হাতের
ঝাল মুড়ি খেয়ে ঢোঙ্গা কাগজে লেখা আছে কিছু
ইতিহাস গড়া কতকিছু কথা-
সেই লেখা গুলি আমার আছিল
ছুড়ে ফেলে দাও ঝাল মুড়ি শেষ হলে
হয়তো তোমার অভিধানে আছে সবকিছু আছে
কেবল আমিই
নেই আমারই
একটা শব্দ
রঙ তুলিতেই কখনো পারোনি সাজাতে আমাকে
অভিধানে দিয়ে আমাকে জড়িয়ে রাখার প্রশ্ন
আসেনা তোমার
তোমার চোখের কোণায় থেকেই খসে পড়ে যায়
যেই শব্দটি সেটা শুধু আমি
যেমন খসেছে রাতের আঁধারে কতশত তাঁরা
ইহা মাত্রা বৃত্তের