একাত্তরের মুক্তিযুদ্ধা তোমরা এখন কই
আজো মোরা বৈষম্যতে বাংলায় জেগে রই...
কোথায় তোমার অস্ত্রশস্ত্র কোথায় মজুদ রাখা,
নিদ্রা ছেড়ে উঠো এবার পিঠ দেয়ালে ঢাকা।

চাকরি বাকরি কোটা দিয়ে ভাগ করেছে থালা,
গরিব দুঃখী কাঁদছে বুকে শুধুই ভাতের জ্বালা।
দুর্নীতি আজ চরম শীর্ষে চাকরি বাকরির কালে,
অন্যায় দেখে চুপ রয়েছে জল ঢেলেছে হালে।

একাত্তরের মুক্তিযুদ্ধা তোমরা এখন কই,
আজো আমরা দুঃখ নিয়ে শুধু বেঁচে রই।
একাত্তরের মা জননী কোথায় তোমার ছেলে,
মুক্তি আমার হয়নি মাগো মুক্তি কোথায় মেলে?

দেশের ভিতর মুক্তিযোদ্ধার মূল্য কোথায় দিন?
দিবস এলে ফুল দিলে কী? ফুরায় তাদের ঋণ।
একাত্তরের দেশ বিরোধী কেমনে চাকরি পায়?
দুর্নীতিতে পাচ্ছে চাকরি দুঃখ জনক হায়।