যে মাঠেরই চাষার মুখে ফসল কথা কয়
প্রজাপতি উদাস বিকেলে উড়ে যে বেড়ায়,
ওই মাঠেরই কাছে আমার মন যে ছুটে যায়
পরাণ ভরে দেখি তাকে পরাণ ভরে যায়

দূর আকাশে এক ফোটা নীল
হাতছানিতে ডাকে
মেঘের ভেলায় ছবি আঁকে
শিল্পী হয়ে থাকে।
কোথায় আমার সবুজ ছবি হাত বাড়িয়ে যায়


ঘুম ভেঙে যায় পাখির ডাকায় ঘুঘু দোয়েল সুরে
দুপুর বেলায় রোদের হাসি পথ রয়েছে জুড়ে
শিশির ভেজা মাঠের ধারে চলতে ভালো লাগে
শিশির ঝরা জলের খেলা উঁকি দিয়ে জাগে।
এই ধানেরেই মাতাল হাওয়া দেয়রে আমায় দেয়
এই গন্ধতে আমায় যেনো ডাকে ইশারায়