যত ভালোবাসা ততটুকু ঘৃণা একদিন ধসে
দরজায় এসে বুকের ভেতর দুমরে মুচড়ে উঠে,
শোকের বাদ্য বাজিয়ে বাজিয়ে চলে
এক নয় দুই এক রাশ নীল চলেছি সাঁতরে।
কত প্রীতি এসে, শুধু মনে লয় তারপর তাকে
হারানোর ভয়, মিছে হয়ে যায় দৃঢ় বিশ্বাসে
পাথরের চেয়ে কঠিন শিলায় ভাঙবে না তাতে
পৃথিবীর পাতা খসে যাবে তবু আছি অমলিন।
স্বপন পূজারী দুয়ার দাঁড়িয়ে ভিড় ঠেলে বসে
মজবুত হয় আরো মজবুত দুজনের আশা,
কত অভিমান নীল লাল রং চমকে উঠায়
বিষাদ দুঃখ কখন পালিয়ে গিয়েছিল তার
খেয়াল করেনি!
অতঃপর তার সকল মায়ার বাঁধনকে ছিঁড়ে
একদিন এসে বিদ্যুৎ বেগে বিদায় জানাতে
সংবর্ধনায় ভালো থাকবেন বলে..
তখন কেবল ততটুকু ঘৃণা দুয়ারে দাঁড়িয়ে
হাতছানি দেয়! মনে হয় কোন গোলক পৃষ্ঠে
ছিটকে পড়েছি মনেহয় কোন ঘুমঘরে জেগে
একি লিখলেন আমার জন্য তুমি ঈশ্বর!