হঠাৎ করে কেউকে এমন মনের ভেতর ঢুকিয়ে দিয়ে
বলতে পারো তাকে তোমার মনের মত ??
কিছু ক্ষণে যৌবন বেগে উল্টা বাতাস উড়িয়ে নেবে
তোমার মনের ঘরের চালা উলট পালট
মরুভূমির শুষ্ক দেখতে চাইলে বুকের ভেতর খুঁজো
নয়তো কোনো নদী ভরা পানি চাইলে
চোখের ভিতর খুঁজে পাবে গোপন নদী।
প্রশ্ন করো প্রযুক্তির এই ভরা জোয়ার
ভাসিয়ে নিছে তাদের মনে ফেসবুক মেসেজ
নিত্য নতুন পথিক পেলে কে রাখে আর পুরান ধরে
কে রয়েছে বট বক্ষের নীচে বসে অপেক্ষার ঐ
ঠকছে কভু এতক্ষণে অন্য হাতের আলিঙ্গনে
বহুদূর পথ গেছে হেঁটে.....................
-মোাঃ মুসা