ভুলের ভুল ভাঙে কূলের চর ভাঙে
সব হারিয়ে কেউ নিঃস্ব হয়ে যায়,
তবু মানুষ থাকে নতুন করে পেতে
পুরানো দিন দিন তাইতো ভুলে যায়।
বিলিন হয়ে যায় পুরানো অস্তিত্ব
নতুন হয়ে আসে নতুন স্লোগান,
কেউ এমনি করে নিমিষে ভুলে যায়
গোপন করে যায় পিছনে যত টান।
কূলের ঢেউ তার মাটি ফিরিয়ে দেয়
সেখানে গড়ে উঠে নতুন অস্তিত্ব,
গাছগাছড়া জমে পলি মাটি ছড়িয়ে
আবার হয়ে উঠে নতুন বসবাস।
মানুষ ভুলে গেলে ফিরে আসে না আর
মানুষ বড় কোনো স্বার্থে নেশাতুর,
ডুবে থাকে নেশায় সুখের সূচনায়
তবুও সুখ থাকে সবার বহুদূর।
কবিতা মাত্রাবৃত্ত ছন্দ ৭
উদাহরণ ভুলের৩ ভুল ২ভাঙে২= ৩+২+২= ৭