পাড়াপড়শি বন্ধু মিলে কানামাছির দেশে,
কচিকাঁচার আসরে আজ খেলা করতে হেসে।
সন্ধ্যা হলে মায়ের বকা  কোথায় ছিল তুই,
ভয়ে বলতো খেলছি মাঠে কানামাছি ছুঁই।

বাবার থেকে শত আবদার পুতুল খেলার দিনে,
বাজার থেকে নতুন পুতুল দিও একটা কিনে।
সেই শিশুটি পাঠশালাতে যেত সকাল বেলা,
বিকেলে হলে বন্ধু সবাই  করতো অনেক খেলা।

সেই আছিয়া মাঠেঘাটে  স্কুলে আজ নাই,
হাসপাতালে শুয়ে আছে বীভৎস কেন ঠাঁই।