জীবন কখনো কখনো এমন হয়
নিজের উল্টো দিকেও ধাবিত করে,
কখনো কখনো ঘোলাটে জলের মতো
বিপরীত হয়ে ফাটে এই বুক চিরে।
এটাও যুদ্ধ এটাও তীব্র লড়াই
বেঁচে থাকা নিয়ে টানছে সমীকরণ
পাষাণ পাথর উচ্ছেদ ভুলে যায়
অন্বেষণেই ডাকে আমরণ।
তবু মানুষের লুকিয়ে রাখতে হবে
এক মাঠ ব্যথা অনুক্ত সংবাদ,
আশেপাশে যেন কুকুরের ঘেউ ঘেউ
হিংস্র পশুর লুটপাট আচরণ।
ব্যাঙের ছাতার ব্যাঙাচি ব্যাঙাচি শব্দে
আমাকে করছে ব্যাঙ্গ প্রদর্শনী,
নিত্য নতুন নাট্য কলায় ডাকে প্রতিফল
শুয়োর বাচ্চা হয়ে করে টানাটানি।