তোমার জন্য ছাড়ছি / সাত রাজারই ধন/,
ছেড়ে দিছি রাগ জিদ / সেই পোষা অভিমান,
বসত ভিটা ছাড়ছি/ আমি দিয়েছি কর্তন।
তোমার জন্য ছাড়ছি/ আমি যত অপমান।
ছেড়ে দিছি দিন রাত/ শিশির ডোবা সকাল
তোমার জন্য ভুলছি/ অনেক সুন্দর মুখ,
ছেড়েছি চিন্তার ভাড়া / ফেলেছি জীবন কাল
তোমার জন্য ছাড়ছি/ চোখের শীতল সুখ।
পালিত আমার মন/ রাখি সীমা নির্ধারণ
চলতে দেইনি পায়ে/ উড়তে রাখিনি পাখা
থাকতে চাইনি দূরে/ থেকেছি তোমার বৃত্তে
কেবল দুয়ারে নেমে/শুধু প্রতিক্ষায় থাকা।
ছেড়েছি আমি সবই/ জোনাক জ্বলা রাতের
ছেড়েছি নেয়ার সাধ/ চাষের নামে আবাদ
সাত সুদ্রের দেখার/ পড়েনি আর পলক
মনের কেনা মাঠের হয় নাই চাষাবাদ।
এতকিছু ছেড়ে দিছি/ ঘুরে ফিরে একি হলো
অবশেষে ছেড়ে গেলে/ তুমি আমার জীবন
-মোঃ মুসা