কত অচেনার সাথে দেখা হলো কত হলো পরিচয়
কয়জন আর আপন হইলো কতজন হলো পর,
কয় জনা আর মনের ভেতর হয়েছে বসত ঘর
কতজন আর বিশ্বস্ত হয়ে থেকেছে জনম ভর।

ফেসবুক দিনে কতদূর থেকে কাছাকাছি হয়ে যাই
কত অচেনার সাথে পরিচয় কত বন্ধুর মুখ,
কতকিছু বলা কত অভিমান আমাদের যেই কাটে
কেটে গেছে ঘরে একা থাকা দিন একাকীত্ব বিমুখ


আগের দিনের পুরাতন রীতি এখন ধরে না পথে
ডাক পিয়নের চিঠির বাক্স হয়ে আছে আজ খালি,
কে কি করে তাও, মিনিটে জানছি আগে কিছু পরে
ঘরে থেকে তবু কেউ নাই ঘরে ছড়িয়েছি মন মালি...।।