প্রেমাসক্তির তির্যক বক্র গতির
শান্ত এবং তোমার জন্য বয়ে চলা
জৈবিক অপূর্ণতার বীর্যঙ্খলন।
স্তব্ধ করে পৃথিবীর সমস্ত প্রতিধ্বনি
বাড়িয়ে দেয় নিস্কামতা, অক্ষমতা
শিকারী চীল থেকে ছাড়া পাওয়া
মুরগির ছায়ের ন্যায় আমার চিত্ত।
স্পন্দন থেমে গিয়ে গতীময়
হওয়ায় দুর্গমতা বৃদ্ধি পায়, পায় কামনা
শহুরে যানজটের মত থেমে যাওয়া প্রেম।
সবুজ বাতির ন্যায় তোমার প্রেমাসক্ত দৃষ্টি
আমার নিস্কামতায় ঢালে জ্যোতি
প্রেমানন্দে ফিরে পাই জৈবিক গতি।