আবার দেখো থরে-থরে,
কৃষ্ণচূড়া হয়েছে রক্তিম।
বায়ান্নের ঘাতকের দল জাগ্রত হয়েছে
পথে প্রান্তরে।
এই ঘাতক ভাষা নয় কেড়ে নিতে চায় প্রাণ।
রহিমা বিবি-র কোলের শিশু কেড়ে নিয়েছে শকুনের দল।
হায়েনা এসে বিচার চায়।
বাহ! এ কেমন বিচার ভাই!
প্রজা কাঁদে অন্নের খোঁজে -
রাজা এসে গুলি করে।
এ কেমন নিয়মনীতি। প্রজা তোমার নাই-কো- গতি।
আধার রাতের লুকোচুরি,
স্বাধীনতার খুনোখুনি।
সোনার দেশে চোরের বাস।
প্রজা তুমি আজও দাস।।
ভাঙ্গবে শিকল কবে?
- - - স্বাধীন হবে তবে।