আমার মনের পাড়ায় বর্ষা নেমেছে ক্ষনে ক্ষনে।
পুড়ছি আমি মরুভূমির মতো হচ্ছি চৌচির,
ওগো মায়াবতী!
বুঝোনি আমার মনের ব্যথা।
কেনো ঝড় তুললে আমারি এই ভুবনে?
পথের পর পথ চেয়ে থাকি তোমারি পানে।
তুমি তো হারিয়েছো অনেক আগে।
তবে....
তবে কি পাবো না তোমারে এ জনমে!
ওগো মায়াবতী,
তোমার লম্বা কেশ ছলছল চক্ষু
পাগল করেছে আমায় বেশ।
ফিরে এসো....
হ্যাঁ তোমাকেই বলছি,
ফিরে এসো আমার এই ভুবনে।
আমার শুকনো মরুভূমিতে-
ঝড় তুলো ভালোবাসা দিয়ে।