আমি মধ্যবিত্ত,সৌন্দর্যহীন পুরুষ বলছি।
যে পুরুষের বুকে জমে আছে,
হাজারো স্বপ্ন আর ব্যর্থতার কবিতা।
ঘর্মাক্ত শরীর নিয়ে ছুটে চলে মরুর বুকে-
একফোঁটা জলের জন্য।
আমি পুরুষ বলছি,
আমি নারীর শক্তিশালী পুরুষ বলছি।
যে নারী পাবে না আমার কাছে দু্ঃখ,কষ্ট-
পাবে শুধু প্রেম,ভালোবাসা আর সখ্য।