মানবতার দালালরা আজ কোথায়?
মানবতা লঙ্ঘিত হচ্ছে আজ গাজার
পাড়ায় পাড়ায়।
তোমাদের মুখের মানবতার বাণী -
এ যেনো এক হিংস্র কুকুরের হাঁকাহাঁকি!
মরছে শিশু, কাঁদছে নারী
এ যেনো এক আহাজারি।
তাই তো তোমরাই নির্ধারণ করো মানবতার সজ্ঞা
ভুরি-ভুরি।
কোথায় শান্তি? কোথায় স্বাধীনতা?
ফিলিস্তিন যেনো এক কসাইখানা!
তাহার ইন্ধনদাতা ওই যে---
ওই যে হিংস্র কুকুরা।