পুরোদস্তুর পেশাদারিত্বের শুভ্র চাদরে নিজেকে মুড়ে
জীবনীশক্তির সবটুকু উজাড় করে সংগ্রামী জীবন গড়ে
আমি নিজেকে বিলিয়ে দিয়েছি কিংবদন্তির ইতিহাসে।
কখনো বা যাতনায় রূপ নিয়েছে সংগ্রামী চেতনা
দুঃসময়ের হাট বাজারে চিরসঙ্গী হয়েছে অস্থির মন
বিবেক বুদ্ধি ধীরে ধীরে লোপ পেয়েছে বয়ঃসন্ধির ভারে।
তবুও জীবনের আঙিনায় ভালোবাসার ভ্রমরেরা চিরদিন ওড়ে
কৃষ্ণচূড়ার লাল গালিচায় ভঙ্গুর যৌবন মাঝে মাঝে হাসে
দুর্মূল্যের বাজারে জীবন বিক্রি হয় পরাধীনতার কঠিন শিকলে।