নগ্ন বৈষয়িকতার বায়বীয় ঝঞ্ঝানানিতে মুখরিত জনপদ
আস্ফালন ও দাম্ভীকতার বাগড়ম্বর প্রতিধ্বনিতে কম্পমান বিশ্ব
বাকচাতুর্যতার শৈল্পিক দর্শনে মানবসেবার অসার গল্প
ধর্ম, সংসার ও সমাজের চৌহদ্দিতে নিস্পেষিত মানবতা ।
এ যেন আবহমান কাল ধরে চলে আসা
বাস্তবতার পটভূমিতে ঠাসা নিরেট কাব্য
হাহাকার ও হতাশার চরিতাম্রৃত ,
যেখানে বার্ধক্যের দুয়ারে মাথা খুঁটে খুঁটে
অনুভবে অনুরক্ত অতীব
সাদামাটা জীবন হারিয়ে যায়
মহাকালের আটপৌরে চিত্রকল্পে ।
তবুও নীরব নিয়তির দ্বারে ডুকরে ডুকরে কেঁদে
আত্মসাধনা ও আত্মবলিদানের সবটুকু আহুতি দিয়ে
মানুষ ছুটে চলেছে সমাধানের অন্তহীন দিগন্তে,
প্রশান্তির চিরন্তন ছায়ায়
নির্জনতার আরণ্যকে
পরম সত্যের গভীরে ।
এ যেন বিশ্বয়কর ঐশরিক অনুভূতি
স্নেহ মমতা ও ভালোবাসার বন্ধনে আবিষ্ঠ
পৌরাণিক উপাখানের শ্রেষ্ঠ দৃশ্য ।
যে দৃশ্যের পরতে পরতে লুকিয়ে রয়েছে
মানবপ্রেম ও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত ,
সত্যের শাশ্বত পথ,
যে পথের আঁকাবাঁকা চড়াই উৎরাই পেরিয়ে
ভাবাবেগের বন্যায় পরমসুখে নিজেকে হারিয়ে
আমি ছুটে যেতে চাই মহামুক্তির পানে
ইশকে এলাহীর টানে
উদাত্ত আহ্বানে ।