হাহকার ও শূন্যতায় মোড়ানো জীবন্ত লাশ আমি
অপ্রাপ্তি ও অপ্রাচুর্যের চৌরঙ্গীতে নিরব দর্শক আমি।
আমিই নির্যাতিত নিপীড়িত মানুষের মাঝে নরাধম
আমিই চাতক পাখির বেশে ক্লান্ত পথিক আজীবন।
আমারই ভিতর বয়ে অন্যায় অত্যাচারের বিষময় জ্বালা
যে জ্বালার তীব্র দহনে আত্ম জর্জরিত হয়ে
ক্ষতবিক্ষত হৃদয়ের প্রতিটি কোনে
সত্যপথের ধ্বনি রোমন্থন করে
আমি মিশে যাচ্ছি পরাভর বাস্তবতার উন্নত সোপানে
অনুপম উপলব্ধির নির্জন আহবানে
যেখানে মুক্তির পরম নিশ্বাসটুকু ফেলে
আস্তাকুড়ের স্তুপ যত পারি পায়ে দলে
আমি এগিয়ে চলেছি আলোকিত সভ্যতার খোঁজে
মুক্তির অনন্য ভুবনে
স্বর্গীয় উদ্যানে।