গোধূলির কোল জুড়ে সন্ধ্যা নামে
অলসতার পাহাড়ে বন্দি হয় মানুষ
নীরবতার স্বপ্ন ভেঙে একাকার  ঝিঁঝিঁ পোকার ডাক
নিকষ কালো আঁধারের বুকে নিমজ্জিত পৃথিবী  ।
এ যেন সুখতারার সুখপাখির গল্প ,
অস্তিত্বের ক্ষণে ক্ষণে বেঁচে থাকার কী দারুণ লিপ্সা
ভাবাবেগের বন্যায় আপ্লুত হৃদয়ের আকুতি !
একটু শান্তিতে বাঁচতে চাই
একটু মনে স্বস্তি চাই
দুনিয়ার আলো আঁধারে চিরজনম ঘুরে
একটু মানুষ হয়ে মরতে চাই
কারণ মানুষ হওয়ার থেকে বেশি সম্মান
কোথাও নেই , কিছুতেই নেই ।