রাতের আলেয়ায় ভেঙে যায় স্বপ্ন
প্রচন্ড আর্তনাদে কেপে ওঠে আশার বাতিঘর
বুকের ভিতর ভীষণ তীব্র চাপা কষ্ট
যেন নিদারুন যন্ত্রণার মাঝে বিমূর্ত হাহাকার ।
হোক না সে কোন অচিন পাখি
ডানা মেলেছিল নীলিমার পথ চিরে
বহুকাল ধরে ।
বুভুক্ষু মানুষের মাঝে
সেই ফুটিয়েছিল আশার আলো
জ্বালিয়েছিল মানবতার অনির্বাণ শিখা
ধূলায় ধূসরিত পৃথিবীর পথ প্রান্তরে ।
লালন করেছিল সেবার মানসিকতা
আজন্ম অন্তরে ,
চিরজনম ধরে ।