নিয়তির বাঁধনে আপন মনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে
সংসার জীবনের ঝক্কি-ঝামেলার যত ফিরিস্তি নিয়ে কাঁধে
আমি ছুটে চলেছি ছন্নছাড়া লাগামহীন জীবনের দ্বারপ্রান্তে।
কখনোবা মনের মণিকোঠায় প্রজ্বলিত হয়েছে অনির্বাণ দীপশিখা
মনের যত ক্ষোভ মান-অভিমান ধুয়ে মুছে গেছে সময়ের সন্ধিক্ষণে
আশাহত মায়ের পরতে পরতে জন্ম নিয়েছে বিশ্বাস ও ভক্তির বটবৃক্ষ।
তবুও সময়ের ব্যবধানে মনের মাঝে অমাবস্যার চাঁদ ওঠে
স্নিগ্ধ চাঁদের দীপ্ত কিরণে হৃদয় মাঝে ভালোবাসার ভুল ফোটে
কল্পনাচারী মন হারিয়ে যায় ইশকে লাদ্দুনির অনন্ত জগতে  
সমাহিত হতে চাই ইশকে এলাহিতে
যেখানে হৃদয়ের মাঝে অনুরণিত হয় মহাসত্যের ধ্বনি  
প্রেমই সত্য
প্রেমই জগতের শ্রেষ্ঠ সম্পদ
প্রেমই মহাসম্পদ।