মওলা পাকের মোহাব্বতের পেয়ারা খুশবু পেয়ে
রাসুলে পাক(স) এর রিসালাতের পবিত্র চুম্বন নিয়ে
আমি এগিয়ে চলেছি ঈমানের সুরভিতে পরিপূর্ণ ভুবনে।
ধিরে ধিরে বিলীন হয়েছে হিংসা ও পরশ্রীকাতরতা
গিবত, ঠকবাজি ও প্রতারণা লুপ্ত হয়েছে শুদ্ধ হৃদয়ে
ঐশী আলোর ঝলকানিতে মাতোয়ারা পুত.পবিত্র মন।
তবুও জিকিরে জিকিরে নিজেকে মুখরিত করে
মওলা পাকের দরবারে পুন:পুন: তওবা ও প্রাথর্ণা করে
আমি এগিয়ে চলেছি পূর্ণতার বলয়ে
এগিয়ে চলেছি পবিত্র জান্নাতের পানে
অসীমের টানে
অনন্ত যৌবনে।