আমার হৃদয় পাগল পারা
আমি হবো দিশেহারা
দেখ আলোয় ভুবন ভরা
আমি প্রেমে মাতোয়ারা ।
আমার মনে শ্রাবন ধারা
আমি হবো হারা ভরা
দেখ সবই নজর কাড়া
আমি নেশার বুদে সারা ।
এত আনন্দ আয়োজনে
আমি গভীর রাতের তাঁরা
দেখ নিখিল ভুবন মাঝে
আমি আলোর ঝর্ণাধারা ।
তবু ভেবে মোরা সারা
কবে হবো বাঁধনহারা
দেখ পথের পাশে কারা
সবই গোলকধাঁধায় মোড়া ।
জনম জনম হিসেব করা
রবেনাকো দুঃখের ঘোড়া
দেখ অনন্ত আয়োজনে
আমি যেন নিত্য ধারা ।