জীবনের পটভূমিতে অমোঘ সত্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে
বহু সুনাম ও অর্জনের আস্থায় সারি সারি পশরা মনের অজান্তে হারিয়ে
আমি হেঁটে চলেছি নিঃস্ব পৃথিবীর বুকে
নির্ঘুম চোখে।
ক্লান্তির অতন্দ্র প্রহরে নিঃশেষ হয়ে গেছে উদ্দীপনার রং
হতাশার চাদরে মুড়ে গেছে মান অভিমানের কত শত গল্প
বিবেক বুদ্ধি যেত লোপ পেয়েছে বয়ঃসন্ধির ভারে।
তবুও মাঝেমধ্যে মনের আকাশে রঙিন বৃষ্টি ঝরে
কার্পণ্যের পর্দা বিদীর্ণ করে মনে রঙিন নেশা ধরে
প্রণয় ও পরিণয়ের মাঝে জীবনের মূল্য খোঁজে নিষ্ঠুর মন