তোমার ভাবনায় কাটে প্রতিটি প্রহর
নিঃসঙ্গতার আড়ালে বন্দি জীবন
বারে বারে খুঁজে পেয়ে চায়
ঐশী সুখের পসরা,
আবেগে লুটিয়ে পড়তে চাই তিলোত্তমা প্রেমের পূর্ণভূমিতে ।
মিশে যেতে চাই প্রকৃতির সাথে
অজস্র তারাদের মাঝে বন্ধু হয়ে ,
পান করতে চাই অমিয় সুধা
পিপাসার্ত তীর্থের কাক হয়ে
ছুঁতে চাই ঐশ্বরিক মাংসল ছোঁয়া
নীরব রাতের সাক্ষী হয়ে ।
এমনিভাবে আমার না বলা আমারই মাঝে দাফন হয়
চোখের কোণে জমা
উষ্ণ অশ্রুবিন্দুর পবিত্র ফোয়ারা ছুঁয়ে।
এ কি হাহাকার যন্ত্রণা -
নাকি মনের মাঝে লুকানো শতাব্দীর গুপ্ত ইতিহাস ,
যার পাঠে মাশরেক থেকে মাগরেব
বয়ে যায় শিহরনের ঢেউ ।
মিলনের মহামন্ত্রে দীক্ষিত মন
বেদনার নীলকণ্ঠ ধারণ করে
মিলিত হতে চাই প্রেমের পূণ্যভূমিতে
মিলিত হতে চাই অসীমের মাঝে
সসীমের রূপ ধরে ।