তোমারই পূর্ণতায়, তোমারই প্রেমে
আমি মত্ত শয়নে,স্বপনে ও নিশি জাগরণে
বিভ্রান্তির হাজারো কালো অধ্যায় পেরিয়ে
জীবনের যত ধূম্রজাল ,কুহেলিকা এড়িয়ে
অনন্ত যৌবনের নির্যাস আকন্ঠ পান করে
তোমাকেই খুঁজে ফিরি প্রাত্যহিক জীবনের গহীনে ।
তবুও হাহাকার অভিযোগ অনুযোগে
জীবন নির্বিকার
তাইতো কালের ভাবনা পেরিয়ে
জগতের বেখেয়ালি  দুচোখ এড়িয়ে
আমি তোমারই হাতে হাত রেখে
এগিয়ে চলি নিস্তব্ধ নিবিড় বার্ধক্যের গভীরে।