হৃদয় ও মনে মেশক আম্বরের ঐশী গন্ধ মেখে
স্থূল হিসাব নিকাশের পার্থিব চিন্তা ঢেকে
আমি ধিরে ধিরে নিরাসক্ত হয়েছি
ঈমানী চিন্তার অলৌকিক স্ফূরণ দেখে।
মনের মাঝে বয়ে গেছে যুহদের পরিকল্পনা
উদযাচল ও অস্তাচলের নামে করেছি শপথ
অন্ত:দৃষ্টির তীব্র আলোয় প্রতিভাত হয়েছে মহাহাশর।
সেদিন আকাশ হবে গলিত তামার ন্যায়
রঙিন পশমের ন্যায় উড়বে পর্বতসমূহ
আগুনের লেলিহান শিখায় বিলীন হবে সমগ্র পৃথিবী।
তবু সবরের চাদরে নিজেকে পুরোপুরি মুড়ে
আমি ছুটে যেতে চাই মহামুক্তির পানে
আল্লাহ পাকের রেজা-মন্দি ও মহাসত্যের টানে
যেমনিভাবে ফেরেশতা ও রুহ
আল্লাহর দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে
দুনিয়ার গণনায় হিসাবের খাতা পেরিয়ে যায়
পঞ্চাশ হাজার বছর গুনে গুনে।