মহাজাগতিক অনুভব  
মনের মাঝে অদম্য ইচ্ছার বান ছুটিয়ে
লোভ লালসা কামনা বাসনার যত সংকীর্ণতা ঘুচিয়ে  
আমি ছুটে চলেছি  
প্রেম ভালোবাসাময় এক পৃথিবীর অন্তহীন দিগন্তে।  
নিমেষেই ধুয়ে মুছে গেছে  
জাতি ধর্ম বর্ণের বেড়াজাল ,  
ঘুচে গেছে আত্ম-কেন্দ্রিকতার দুর্ভেদ্য প্রাচীর
আত্ম-অহংকার রূপ নিয়েছে আত্ম-মানবতার প্রহরীতে।  
শুধুই মনের মাঝে প্রতিধ্বনিত হয়
আমি শুধুই আমার না, তোমার না
আমি আমাদের,  
আমি বিশ্ব মানবের মানবতার অম্লান মুকুট হয়ে  
আশ্রয় নিতে চাই  
মানুষের মাঝে  
সকাল দুপুর সাজে।