যৌবনের বর্বর নির্যাতনে নিঃশেষ হয়ে যায় জীবনের গল্প
আজন্মলালিত স্বপ্নের পাখিরা ঝরে পড়ে অকালের মোহনায়
হতাশার কালমেঘে ঢেকে যায় রাঙা প্রভাতের রক্তিম সূর্য
নির্মম সত্যের ভুবনে জীবনের চাকা ঘোরে বিচিত্র বাস্তবতায়।
তবুও থেমে নেই নিরন্তর পথচলা
যৌবনের উন্মাদনায় জীবনের যত ছলাকলা
প্রাপ্তি-অপ্রাপ্তির সমীকরণে প্রণয়-পরিণয়ের ভানুমতির খেলা।
এমনি এগিয়ে চলে সভ্যতার চাকা
সংস্কৃতির অবাধ মেলবন্ধনে মানবিক শূন্যতার ধোঁকা
নিজেকে সামলে নিয়ে হয়েছি দিনে দিনে বোকা।