গাণিতিক সমীকরণে তলিয়ে যায় জীবনের অংক  
নৈবদ্যের কারাগারে নিবু নিবু জ্বলে আশার প্রদীপ
হাহাকার ও ক্ষুধায় বিষময় বাতায়নে বার্ধক্যের আঙিনা
দুর্মূল্যর এ বাজারে মানসিক প্রশান্তি যেন সোনার হরিণ ।
তবুও জীবন নির্বিকার ,
সংসারের চাকায় পিষ্ট মন বারংবার ,
শান্তি খোঁজে প্রতিবাদী মন বড়ই দুর্বার ।
এ যেন বিধাতার লীলা
জীবনকে বেঁধেছে নিলিপ্ত দোলাচলে ।
পরাধীনতার মাঝে স্বাধীনতার আকাঙ্খা
কর্মকে দিয়েছে সুখ ,
জীবনকে দিয়েছে অনাবিল প্রশান্তি আনমনে ।
তবুও পরম করুণাময়ের উপর ভরসা করে
অযাচিত ভাবনার আরো গভীরে নোঙ্গর করে
আমি ধিরে ধিরে হারিয়ে যাচ্ছি
সংসার যাত্রার অতল গহবরে ।