বিভ্রান্তির অতল সাগরে ডুবে
নফসে আম্বারার ধোঁকায় মজে
পুণ্যের মোড়কে পাপের হিসাব খুঁজে
আমি নেশায় বুদ হয়েছি অনেক জেনে বুঝে ।
আমার ছুটে গেছে বিবেক বুদ্ধির লাগাম
নিভে গেছে ভিতরের শুদ্ধ আলো
ঠকবাজি ও প্রতারণার জালে বন্দিশালায়
আমি রুদ্ধ করে রেখেছি আমারই ভালো ।
তবুও কেন জানি আশায় বুক বেঁধে
পাপ পঙ্কিলতা জ্বরার যত ফিরিস্তি ঘেটে
আমি এগিয়ে চলেছি আলোর দিশা দেখে
রক্তিম সূর্যের আভা হৃদয়ে মনে মেখে ।
হে মাওলা তোমারই কাছে ক্ষমা চেয়ে
পবিত্রতার আলো ভিতরে জ্বেলে
শুভ্রতার রঙ মনের মাঝে ঢেলে
আমি করুণার ভিক্ষা মেগেছি দুহাত তুলে ।