কত অভিনয় কত ছলনা
দুঃখ কষ্টের নীরব যাতনা
প্রেম বুঝি অশান্ত বেদনা
প্রশান্তির কামনায় ভ্রান্তির দ‍্যোতনা ।