হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা প্রেমের শপথ নিয়ে বলছি
আমিই তোমাকে খুঁজেছি সংগ্রামের প্রতিটি ক্ষণে
অনুভবের সাত রঙে বিলীন হয়ে ডুব দিয়েছি অনন্ত যৌবনে
রেখেছি মনে অটুট বিশ্বাস সময়ের প্রতিটি সঙ্গোপনে ।
তবুও বিরহের ধোঁয়াশা,
বেদনার বায়োবীয় ফোয়ারা,
আমাকে ঘিরে থাকে সারাক্ষণ
এ যেন নিত্য দিনের সঙ্গী আজীবন
নিরমল মানসিক প্রশান্তির খোঁজে আমি ছুটি প্রাণপন ।
আবারো মেঘের কোলে রোদের বৃষ্টি হয়
সূর্যস্নাত ভোরে উঁকি দেয় জীবনের নতুন স্বপ্ন
ভাবনার পাখিগুলো ইচ্ছে মতো উড়তে থাকে আকাশে ।