নফসানি খাসিয়াতের ভয়ঙ্কর দরিয়ায় নোঙ্গর করে
বিশ্বাস ও আস্থার অচিন্তনীয় স্বর্গীয় চেরাগ হৃদয়ে বয়ে
আমি একটু একটু হেঁটে চলেছি
আল্লাহর অপার করুণা ও ক্ষমারাশির অন্তহীন বলয়ে ।
ঝিমিয়ে গেছে দিগন্ত বিস্মৃত কর্ম কোলাহলের সুর
স্থিমিত হয়েছে অসুর দৈত্য দানবের অদৃশ্য হুংকার
মনকাবায় শুধুই বিরাজ করে
প্রশান্তির ফুরফুরে বাতাস
স্বর্গীয় ভালোবাসার নিরন্তর প্রবাহমান ঢেউ ।
নিমিষেই আমার অন্তর বলে ওঠে
সৃষ্টির প্রেমেই স্রস্টা মেলে
অন্তঃ দৃষ্টির তীব্র আলোয় বারে বারে প্রতিভাত হয়
সৃষ্টি ও স্রস্টার প্রেম এক ও অভিন্ন ।