বয়ঃসন্ধির হাতছানিতে প্রৌঢ়ত্বের নিদারুণ ভবদশা দেখে
নিঃশেষিত হয়েও মুগ্ধতার হাজারো রং হৃদয় ও মনে মেখে
আমি প্রহর গুনছি দুই উদয়াচল ও অস্তাচলের মাঝে।
ধীরে ধীরে ভাবনার গভীরে স্বপ্নপূরণের ভঙ্গুর আশা জাগে
নৈরাজ্যের বেলাভূমিতে মন কেবল আল্লাহর নিকট ক্ষমা মাগে
লোকচক্ষুর অন্তরালে আমার অভিষেক হয় মারেফতের গোপন রাজ্যে।
আবারো অনন্ত মনের রাজ্যে সবুজের হাতছানি ঘটে
বিবর্ণ কৃষ্ণচূড়ার মোলায়েম পাপড়িতে যৌবনের রং ফোটে
মানবতা, মনুষ্যত্ব ও প্রেম সবকিছু একাকার হয়ে যায় ইলমে লাদ্দুনির সাগরে।