ছন্নছাড়া জীবনের, ছন্দহীন গতির মরীচিকার পথ ধরে
সময়ের তিক্ত অভিজ্ঞতায় মনের কিছুটা ধৈর্যচ্যুতি করে
আমি এগিয়ে চলেছি বিচিত্র জীবনের বিপুলা রঙ্গমঞ্চে।
কখনোবা অভিজ্ঞতার ভারে নুয়ে গেছে ব্যক্তিত্বের বটবৃক্ষ
মনের শীতল পাটিতে ঋদ্ধ হয়েছে জীবনের গল্প
সফলতার রংধনু দিগন্ত জয় করেছে অন্তিম সায়াহ্নে।
আবারো কৃষ্ণচূড়ার বাহারি রঙে জীবন সেজেছে
প্রণয়ের বিউগলের সুরে পরিণয়ের অনিন্দ্য সুবাসে মন মেতেছে
স্বপ্ন সাধনা সংগ্রাম সবকিছুই মিথ্যা মনে হয় অপ্রাপ্তির আলেয়ায়।