অলৌকিক স্বর্গীয় স্বত্বার চিরন্তন দূর্গ আমি
ঈমানের সুরভিতে পরিপূর্ণ অনুপম উপমা আমি
আমিই প্রজ্ঞার জ্যোতিতে হেকমতওয়ালা আদম
আমিই খোদায়ী শাসনের পাবন্দি করি হরদম
নিমিষেই আমার সম্মুখে উন্মোচিত হয় সত্যজ্ঞান
যে জ্ঞানের আলোয় একটু একটু পথ চলে
কায়েমি স্বার্থ ও আত্ম অহংকারের যবনিকা উন্মোচন করে
আমি নিজেকে সমর্পণ করি ইশকে এলাহির দ্বারে।
ধিরে ধিরে মুছে যায় শঙ্কার তিমির রাত্রি
কেটে যায় মনের ঘোর তমানিশার অন্ধকার
খুলে যায় বন্ধ মনের অন্ধ কুঠির
যে কুঠিরের মাঝে জ্বলে ওঠে হেদায়তের রৌশনি
যে রৌশনির ঐশী পথ ধরে
নবী-রাসুলের জীবন রোমন্থন করে
আমি নিজিকে বিলিয়ে দিতে চাই
মানবসেবার অনন্য ভুবনে
ভালোবাসার আশ্চর্য সোপানে
অতি নির্জনে।